যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক।
২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে।তবে বিধানসভা নির্বাচনের প্রচারে গোটা বাংলায় ছাপিয়ে পড়েছিলেন অভিষেক।এরপর থেকেই গোটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দলের নেতৃত্ব সামলাতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।তৃণমূল থেকে তাকে আরও বড় দায়িত্ব দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল।শনিবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।তৃণমূলের সাধারণ সম্পাদক করা হল তাঁকে। তৃণমূল দল ছাড়ার আগে মুকুল রায় যে পদে ছিলেন সেই পদেই বসানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।তৃণমূলের যুবনেতা থেকে সরাসরি দলের সর্বভারতীয় সম্পাদক হলেন অভিষেক।পাশাপাশি তৃণমূলে বেশকিছু রদবদল হয়েছে।বৈঠকে ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, প্রশান্ত কিশোররাও।মোট ৯ জেলায় সভাপতি পদে রদবদল হয়েছে।অভিষেকের পদ অর্থাৎ দলের যুব সভাপতির পদ পেতে চলেছেন আসানসোলের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।