রাত পোহালেই পঞ্চম দফা।

রাত পোহালেই পঞ্চম দফা।

রাত পোহালেই শুরু হচ্ছে পঞ্চম দফার নির্বাচন।ইতিমধ‍্যেই চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন।পঞ্চম দফায় ৬ জেলার ৪৫ আসনে ভোট।কালিম্পং জেলার ১ আসন, দার্জিলিঙের ৫, জলপাইগুড়ির ৭ আসনে ভোটগ্রহণ।এছাড়াও ভোট উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮ এবং নদিয়ার ৮ আসনেও ভোটা শনিবার।উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত,বসিরহাট এবং বিধাননগর মহকুমায় ১৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে শনিবার।ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি শেষের মুখে।পঞ্চম দফার ভোটে এই তিন মহকুমার ৩৭ লক্ষ ৫৫ হাজার ২৭৪ জন ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।পঞ্চম দফার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন সব ধরনের সতর্কতা মুলক ব্যাবস্থা নিয়েছে।

পঞ্চম দফায় উত্তর চব্বিশ পরগনার অন্যান্য আসনের মধ্যে মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, অন্যতম।বারাসত বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ২২৯ জন।কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩৮৩।এর মধ্যে ১৯৩ টি বুথে ওয়েবকাস্টিং এর মাধ্যমে ভোট গ্রহন পরিচালনা করা হবে।বাকি বুথ গুলিতেও থাকবে প্রশাসনের নজর।এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮৮৩ জন ভোট কর্মী রয়েছেন। প্রতিটি বুথেই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে।

দেগঙ্গায় মোট ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৯২৩।দেগঙ্গা কেন্দ্রে মোট বুথ রয়েছে ৩২৩ টি।এরমধ্যে ১৬৬ টি বুথে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোট গ্রহনের খুঁটিনাটি নজরে রাখবেন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক।এই কেন্দ্রে ভোট পরিচালনার জন্য প্রায় ১৬৮৫ জন ভোট কর্মী রয়েছেন।মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭১ হাজার ৬৩৪ জন।এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৭৫ টি।এই কেন্দ্রে ভোট কর্মী আছেন ১৫০০ জন। ৩৭৫ টি বুথের মধ্যে ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারি থাকছে ১৮৯ টি বুথের।

এছাড়াও ব‍্যারাকপুর মহকুমার দমদম,পানিহাটি,বরাহনগর এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রেও আগামীকাল রয়েছে নির্বাচন।ইতিমধ‍্যেই নির্বাচন কর্মীরা বুথ কেন্দ্রে পৌঁছে গেছেন।প্রতিটি বুথেই জারি থাকছে ১৪৪ ধারা।প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =