রাজ্যে শিল্পের পরিবেশ নেই,নতুন করে গড়ে ওঠেনি শিল্প এই নিয়ে বারংবার যখন বিরোধী দল গুলিকে সোচ্চার হতে দেখা যায়।ঠিক সেই সময় জলপাইগুড়ির রানীনগর শিল্পবিকাশ কেন্দ্রে উদ্বোধন হল বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন ইউনিটের। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, শিল্প বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এই শিল্পবিকাশ কেন্দ্রে দীর্ঘদিন ধরেই বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার কারখানা রয়েছে । এবার সেই শিল্প বিকাশ কেন্দ্র অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আরও একটি নতুন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন প্লান্টে প্রচুর কর্মসংস্থান হবে বলে আশাবাদী মন্ত্রীরা।