মালদা জেলার গাজোল ব্লকের রানীগঞ্জ থেকে গ্রাম পঞ্চায়েতের ধুমাঝাল বুথ, কালিতলা বুধ ও গোডাং এই তিনটি বুথের সব মিলিয়ে প্রায় বারো কিলোমিটার বেহাল রাস্তা । তাই রাস্তা সংস্কারের দাবি নিয়ে এলাকার জনসাধারণ গোডাং রানীগঞ্জ রাস্তা অবরোধ করেন থাকেন সাকাল সাড়ে আটটা নাগাদ থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত পথ অবরোধ কর্মসূচি তাদের চালিয়ে যাচ্ছিন সাধারণ গ্রামবাসীরা । এ বিষয়ে রাস্তা অবরোধকারী সাধারণ ভোটার এলাকা বাসি সুবল সরকার ও খিরোদ মন্ডল রা তারা বলেন বহু বার প্রশাসন ও বিডিও কে এই রাস্তার কথা বলা হয়েছে, শুধু তাই নয় লিখিত ভাবে জানানো হয়েছে বিডিও কে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তাই আজ গোডাং ন্যাশনাল রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। কিন্তু রাস্তা সংস্কার না করা হলে পরবর্তীতে ভোট বয়কট করবে বলে জানিয়েছেন গ্রামবাসী। এবং কি এই কালিতলা গ্রাম থেকে বহু ইস্কুল পড়ুয়া ও গর্ভবতী মা-দের বেহাল রাস্তা থাকার কারণে সমস্যার সম্মুখে পড়তে হয় । এই বেহাল রাস্তা সমস্যা প্রায় ২৫ বছরের ভুক্তভোগী রয়েছে বলে জানাই গ্রামবাসীরা ।কিন্তু গাজোল ব্লক প্রশাসন এক আধিকারিক তপন সরকার তিনি বলেন আর আই ডিপারমেন এর সংগে কথা চলছে পরিসিউট টা অফিস লেবেলে চলছে পরিসিউট কমপ্লিট হতে যে সময় লাগে সেই সময় টা দিতে হবে পরিসিউট কমপ্লিট হযে গেল কাজ শুরু হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =