আজ আইপিএলে লখনউ বনাম চেন্নাই দ্বৈরথ। ঘরের মাঠে কিন্তু সিএসকে কার্যত অপ্রতিরোধ্য। বছরের পর বছর সিএসকের দৌরাত্ম্যের অন্যতম বড় কারণ ঘরের মাঠে সিএসকের অনবদ্য রেকর্ড। এ মরশুমেও সেই ধারা অব্যাহত। চলতি মরশুমে চিপকে তিনে তিন করেছে সিএসকে। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে হলুদ ব্রিগেড। চিপকের পিচের দিকে কিন্তু এই ম্যাচে বিশেষ নজর থাকবে। কেকেআরের মতো দলের বিরুদ্ধে মন্থর গতির পিচ করে নাইট ব্যাটারদের স্বাভাবিক ছন্দে বড় শট খেলা থেকে রুখতে সক্ষম হয়েছিল সিএসকে। তবে লখনউ কিন্তু নিজেদের ঘরের মাঠে এমন পিচে গত মরশুমে একাধিক ম্যাচ খেলেছে। তাই তাদের সেটা খুব সমস্যা হওয়ার কথা নয়।
এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে দিন তিনেক আগে সিএসকেকে আট উইকেটে হেলায় হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মুখোমুখি লড়াইয়েও কিন্তু এগিয়ে লখনউই। দুই দল চার বার একে আইপিএলের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছে। লখনউ দুইবার জয় ছিনিয়ে নিয়েছে। এক ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =