লোকাল ট্রেন চালু হতে না হতেই ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন অবরোধ।

লোকাল ট্রেন চালু হতে না হতেই ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন অবরোধ।

 

সকাল থেকেই দুর্ভোগের শিকার ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেনযাত্রীরা।সোমবার ব্যান্ডেল কাটোয়া শাখার বাঁশবেড়িয়ার কাছে যাত্রীদের সঙ্গে রেলের কর্মীদের গন্ডগোলের জেরে অবরোধ শুরু হয়। আর তার জেরেই আটকে পড়ল কাটোয়া ব্যান্ডেল শাখার সমস্ত ট্রেন। ফলে দুর্ভোগে নিত্যযাত্রীরা। অবরোধ চলাকালীন অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি বহু যাত্রীরা।এদিন ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেনের স্টপেজ দিতে হবে এই দাবীতে রেল অবরোধ করা হয়। সকাল ৮.২০ মি এর ডাউন কাটোয়া লোকাল দাঁড়িয়ে পড়ে অবরোধের জেরে। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় ব্যান্ডেল জিআরপি থানার পুলিশ। যাত্রীদের দাবি,লকডাউন থাকাকালীন স্পেশাল ট্রেন গুলি ইসলাম পারায় দাঁড়াতো। কিন্তু ৫০ শতাংশ যাত্রী নিয়ে সব ট্রেন চলাচল শুরু হয়েছে।সেখানে পুরোনো সূচী মেনে ট্রেন চালানো হচ্ছে। এর ফলে বাঁশবেড়িয়া আর ত্রিবেণীর মাঝে হল্ট স্টেশনে ইসলামপাড়া দিয়ে থ্রু বেরিয়ে যায় ট্রেন। অফিস টাইমে ট্রেন না পেয়ে যাত্রী বিক্ষোভ শুরু হয়। যাত্রীদের দাবি, অবিলম্বে স্টপেজ দিতে হবে স্টেশনে। স্টপেজ না পেলে আন্দোলন চলবে বলে জানান নিত্যযাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − one =