শেষ ট্রেন চলবে ৭টায়,ট্রেনের গতিবিধি নিয়ে কি জানালো পূর্ব রেল?

সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে রেলের গতিবিধি নিয়ে বিস্তারিত জানানো হল।রেলের পক্ষ থেকে বলা হয়েছে,যে সমস্ত স্টেশন থেকে গাড়িটি ছাড়ছে, তার শেষ সময় হচ্ছে ৭টা। এর পর গন্তব্যে পৌঁছতে যতক্ষণ লাগবে, ততক্ষণে যাত্রা শেষ করবে গাড়িটি।অর্থাৎ, একে বারে টাইম টেবিল মেনে সাতটা পর্যন্ত চলবে ট্রেন।১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম মেনেই পাওয়া যাবে রেল পরিষেবা।রেলের তরফে জানানো হয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধ‍্যে ৭টায় শেষ ট্রেন ছাড়বে। ৭টার পর আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না।তবে সন্ধ‍্যে ৭টার পর স্টাফ স্পেশাল ছাড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি রেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 14 =