সন্ধ্যা হলেই মশার জ্বালায় অতিষ্ঠ শান্তিপুরবাসী সূরাহায় শান্তিপুর পৌরসভা

কিছুটা গরম পড়তেই শহরবাসী নাজেহাল মশার উপদ্রবে। সন্ধে হলেই অন্ধকারের সাথেই ধেয়ে আসছে মশা। নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকার ফলে ড্রেনগুলিতে জমা জলে চলছে তাদের অবাধ বিচরণ এবং বংশ বৃদ্ধি। ডেঙ্গুর আশঙ্কায় শহরবাসী। মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং নির্বাচন সংক্রান্ত কারণে বেশ কিছুদিন পৌর পরিষেবা ব্যাঘাত ঘটে ছিল কিছুটা। তবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ইন কাউন্সিল গঠনের পর পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত শুভজিৎ দে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন পৌরসভার পক্ষ থেকে‌। নিয়মিত জঞ্জাল সাফাইয়ের কাজ চলে সকালবেলায় তবে বিকেলে ড্রেনে মশার লার্ভা নষ্ট করার তেল এবং ফগ মেশিনের দ্বারা মশা মারা ধোঁয়া ছড়ানো হচ্ছে তার তত্ত্বাবধানে। এরকমই শান্তিপুরের ১৩  নম্বর ওয়ার্ড ১২  নম্বর ওয়ার্ড ৮নম্বর ওয়ার্ড ১৭ নম্বর ওয়ার্ড কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বাকি ওয়ার্ড গুলিতেও চলতি সপ্তাহে পৌঁছানো হবে বলে জানা গেছে পৌরসভা সূত্রে। তবে সিআইসি মেম্বার শুভজিৎ দে জনগণের উদ্দেশ্যে অনুরোধ করেন ড্রেনের মধ্যে, পরিত্যক্ত কিছু না ফেলার জন্য। কারণ তাদের অসতর্কের ফলে অপরিষ্কার হচ্ছে ড্রেন। তাই সাধারণ মানুষের সহযোগিতা সে সুস্থ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + one =