সাত সকালেই ফের হাতির হানায় জখম এক গ্রামবাসী।

বৃহঃস্পতিবার দিনভর তান্ডব চালিয়েছে ১০টি হাতির দল। বাঁকুড়া জেলার ছাতনায় দিনভর তান্ডব চালিয়েছে ৩ হস্তিশাবক সহ ১০টি হাতির দল। বৃহঃস্পতিবার দিনভর হাতির দলের তান্ডবে হাতির আক্রমনে মৃত্যু হয়েছে ১ গ্রামবাসীর এবং আহত হয়েছেন ২ জন। বনদফতর এই হাতির দলটিকে বৃহঃস্পতিবার বিকেলের দিকে দ্বারকেশ্বর নদ পার করিয়ে পুরুলিয়াতে জেলাতে নিয়ে যায়। কিন্তু ফের হাতির দলটি পুরুলিয়া জেলা থেকে বাঁকুড়া জেলায় ফিরে যায় শুক্রবার সকালে। আর ফের শুরু হয়ে যায় হাতির তান্ডব। সকাল থেকে বাঁকুড়ার সিয়ারবেদিয়া এলাকায় রয়েছে হাতির দলটি। এদিকে গতকালের পর এদিনও সাত সকালে আজ ফের এক অতি উৎসাহী ব্যাক্তিকে তুলে আছাড় মারল হাতি। ঘটনায় জখম হয়েছেন ওই ব্যাক্তি। কোমর ও পায়ে চোট পেয়ে জখম হয়েছেন তিনি। আহত ওই ব্যাক্তিকে আপাতত ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =