এবার দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির স্ট্যাচু।

প্রধানমন্ত্রীর একটি টুইটের পর থেকেই তোলপাড় রাজনৈতিক মহল।টুইটে তিনি জানান,২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি নেতাজির মূর্তির উদ্বোধন করা হবে।তাঁর অবদান ও বলিদানে ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে।”প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে বিরোধী দলগুলি সমর্থন জানালেও বিতর্ক কাটছে না।প্রজাতন্ত্র দিবসের প‍্যারেডে বাংলার নেতাজির ট‍্যাবলো বাতিল করা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিভিন্ন বিরোধী নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =