স্বাস্থ‍্যবিধি মেনেই পালিত হচ্ছে কল্পতরু উৎসব।

স্বাস্থ‍্যবিধি মেনেই পালিত হচ্ছে কল্পতরু উৎসব।

আজ শুক্রবার ১লা জানুয়ারী।আরও একটা নতুন বছর।আজকের দিনেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন।তাই প্রতিবছরের মতো এই বছরেও আজকের দিনে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।এদিন সকালেই কামারপুকুরে রামকৃষ্ণ মঠে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় ঠাকুরের পুজো পাঠ।সারাদিন ধরেই চলবে নিষ্ঠা ও ভক্তির সাথে ঠাকুরের পুজা অর্চনা।যদিও করোনার জেরে অন্যান্য বছরের মত এবছর হচ্ছে না কোনো অনুষ্ঠান।শুধু ঠাকুরের দর্শনে ছাড় পেয়েছেন ভক্তরা।তবে সবটাই করোনা বিধি মেনে।হাতে স্যানিটাইজার ও মুখে মাস্ক পড়লে তবেই মিলবে মঠে ঢোকার ছাড়পত্র।যদিও সকাল সাড়ে আটটা থেকে এগারোটা ও বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মঠ।এদিন সকাল থেকেই মঠের সামনে ভক্তদের ভিড় রয়েছে।বছরের প্রথম দিনে ঠাকুরের কাছে সুস্থ থাকার প্রার্থনা করলেন আগত ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 3 =