জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশ লাইন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।উল্লেখ্য,জেলার বিভিন্ন থানায় প্রায়শই মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের গোপন সূত্র মারফত এবং সাইবার নেটওয়ার্কের মাধ্যমে হারানো মোবাইল গুলি উদ্ধারের জন্য তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সম্প্রতি জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট ৩০টি মোবাইল উদ্ধার করা হয়েছিল।এদিন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ১৯ জন প্রকৃত মালিকের হাতে সেই মোবাইল ফোন গুলি তুলে দেন। পুজোর আগে হারানো মোবাইল হাতে পেয়ে বেজায় খুশি প্রাপকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 7 =