১৯ সেপ্টেম্বর থেকে ফিরছে আইপিএল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএলের ১৪ তম সিজেন।বছরের শুরুর দিকে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল আইপিএল ২০২১। পরবর্তীকালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আইপিএল ছাড়তে শুরু করেন একের পর এক খেলোয়াড়।ফলত স্থগিত রাখতে হয় আইপিএল ২০২১। করোনার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করলে আইপিএলের দ্বিতীয় অধ্যায় নিয়ে জল্পনা শুরু হয়।গত মাসেই বিসিসিআই এর তরফে জানানো হয়, আইপিএলের বাকি খেলাগুলি ইউ.এ.ই তে অনুষ্ঠিত হবে।তবে এবার নির্ধারিত হয়ে গেল খেলা শুরুর তারিখ।জানা যাচ্ছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকেই আইপিএলের দ্বিতীয় অধ্যায়ের শুরু হবে এবং ১৫ ই অক্টোবর ফাইনাল খেলা হবে। এই বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সম্মতি পাওয়া গেছে। বিসিসিআই থেকে জানানো হয়েছে, বাকি ম্যাচগুলি দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে।করোনা আবহে ঘরে বসে থাকা ক্রিকেটপ্রেমীদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসাবে আশার আলো দেখাচ্ছে আইপিএল ১৪।