৪১ বছর পর স্বপ্নপূরণ,হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

৪১ বছর পর স্বপ্নপূরণ,হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়লো ভারতীয় হকি দল। ৪১ বছর পর অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে তাঁরা। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতেছিল।তবে সেই বার হকিতে সোনা জিতেছিল ভারত।এবারও সোনা জয়ের লক্ষ্যেই ছিল তাঁরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে সব দলের বিরুদ্ধেই দুর্দান্ত পারফর্ম করেছেন তাঁরা।কিন্তু সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের।যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ ফলে হারিয়ে ব্রোঞ্জ জেতে হরমনপ্রীতরা। ভার্চুয়ালি সাংবাদিক সম্মলনে এসে হরমনপ্রীত বলেন, ‘সবাই নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু দ্রুত ছন্দ ফিরে পেয়েছি আমরা।এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স।তাই সবার জন্যই এই মুহূর্ত ভীষণভাবে স্পেশাল।প্রধানমন্ত্রী এইদিন ফোন করে জয়ের শুভেচ্ছা জানান তাদের বিজয়ীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =