২০১৭ সালের বন্যার পর থেকেই বেহাল রাস্তা,অ্যাম্বুলেন্স ঢোকেনা গ্রামে, রাস্তার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ,

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়া গ্রামে। ২০১৭ সালের বিধ্বংসী বন্যা পর থেকে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। তারপর থেকে রাস্তাতে এক ডালি মাটিও পরেনি। রাস্তা এতটাই বেহাল গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যেতে খাটিয়া ভরসা গ্রামবাসীদের।এই রাস্তা দিয়ে উত্তর পাড়া গ্রামের বাসিন্দারা হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে শুরু করে তুলসীহাটা সহ বিভিন্ন এলাকায় যাওয়া আসা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। যদিও এ প্রসঙ্গে রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তথা তৃণমূল নেতা ওবায়দুর রহমান কটাক্ষের সুর চড়িয়ে বলেন ওই রাস্তা নির্মাণের টেন্ডার হয়ে গিয়েছে কয়েক মাস আগেই। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকার বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না। টাকা পেলেই আমরা রাস্তা নির্মাণ শুরু করে দেবো। কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের জন্যই এলাকার বিভিন্ন গ্রামের উন্নয়ন থমকে গিয়েছে। অন্যদিকে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল বলেন রাজ্য-জুড়ে কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে ব্যাপক হারে দুর্নীতি করছে তৃণমূল। এর জন্যই কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ বন্ধ করে দিয়েছে। আর তাতেই বেড়েছে মানুষের ভোগান্তি। আর যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =