আগামী ২৮ শে আগস্ট ডুরান্ড কাপ,সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের।রবিবার সন্ধ্যে ছ’টা থেকে শুরু হবে এই খেলা।এই খেলাকে কেন্দ্র করে বিধান নগর পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকাও।

ম্যাচের আগে বিধান নগর পুলিশের ডিসি হেডকোয়াটার দেবস্মিতা দাস তিনি জানান – খেলার দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে মোতায়েন থাকবে প্রায় ২০০০ পুলিশ কর্মী।পাশাপাশি খেলার টিকিট ব্ল্যাক আটকানোর জন্য স্টেডিয়ামের চারপাশের টহল দেবে বিধান নগর পুলিশের ৫০ জনের একটি বিশেষ বাহিনী। খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে বিধান নগর পুলিশ।সিগারেট, ম্যাচ বক্স, জলের বোতল এবং যে কোনো রকম বাজি নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তবে বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে এমনটাই জানান তিনি।বাইক, চার চাকা সহ বিভিন্ন গাড়ি পার্কিং এর ক্ষেত্রে সুভাষ সরোবর অঞ্চল এবং নির্দিষ্ট খালপাড় ব্যবস্থা করা হয়েছে।যে কোনো রকম ঝামেলা এড়াতে মাইকিং করার পাশাপাশি লাগাতার টহলদাড়ি চলবে পুলিশের।বিধাননগর পুলিশের পক্ষ থেকে খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরে আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে।রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০ হাজার দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 3 =