রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক প্রকল্পের ঘোষণা করেছে। নতুন নতুন ব্যবসার দিশা দেখাতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন সময় নেওয়া হচ্ছে একাধিক কর্মশালা।কিন্তু এরই মাঝে মেদিনীপুর শহরে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ।প্রসঙ্গত দিন আনা দিন খাওয়া পরিবারের অর্থের জোগান দিতে মেদিনীপুরের রাজাবাজারে মাছ ব্যবসা করার সিদ্ধান্ত নেয় এক মহিলা ব্যবসায়ী।বাজারের মাঝে ছোট্ট একটি জায়গায় নিজের উদ্যোগেই দিনদুয়েক আগে মাছ নিয়ে ব্যবসাও শুরু করেন তিনি।অভিযোগ, রাজাবাজারে মাছের ব্যবসা করতে গেলে তার কাছে ১ লক্ষ টাকা তোলা চায় বাজার কমিটির নেতারা।তোলা না দেওয়ায় তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন তিনি।ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়।অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর পৌরসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে।অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার সকালেই আমরা পৌঁছেই রাজাবাজারে। টাকা চাওয়ার কথা অস্বীকার করলেও ঘটনায় অভিযুক্ত সঞ্জয় চৌধুরীর স্পষ্ট জানান, কোনও নতুন ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়া হবে না রাজাবাজারে!এমনই সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে বাজার কমিটির তরফে।পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মহিলা ব্যবসায়ীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =