‌ সাধক রামপ্রসাদ সেন এর সাধন-পীঠ হালিশহরের রামপ্রসাদ স্মৃতি মন্দিরের ইতিকথা

‌ সাধক রামপ্রসাদ সেন এর সাধন-পীঠ হালিশহরের রামপ্রসাদ স্মৃতি মন্দির ।

ঐতিহ্যমন্ডিত হালিশহরের রামপ্রসাদ ভিটে আজ বহুল জনপ্রিয়।১৭২০ সালে জন্ম হয় কালিসাধক রামপ্রসাদ সেনের।তাঁর তিরোধান হয় ১৭৮১ খ্রিস্টাব্দে। তবে শোনা যায়, তাঁর মৃত‍্যু অনেকটাই রহস্যজনক ভাবে হয়েছিল।তিনি যে স্থানে বসে মায়ের আরাধনা করতেন তা পঞ্চবটী ও পঞ্চমুন্ডি নামে পরিচিত। এই স্থানেই কালিসাধক রামপ্রসাদ সেন প্রথম মায়ের দর্শন পেয়েছিলেন।কথিত আছে, তিনি যেই গাব গাছের নিজে ধ্যান করতেন সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল যা এক অলৌকিক ঘটনা।মা এখানে রামপ্রসাদ সেনের মেয়ে জগদিশ্বরীর নামেই পূজিত হন।বর্তমানে রামপ্রসাদের ভিটেতে কালীমন্দির,উপাসনাকক্ষ, প্রাচীন পঞ্চবটী ও জলাশয় সংরক্ষণ করছে ‘হালিশহর গুডউইল ফ্রেটারনিটি’।সম্ভবত, সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের জমিদাররাই রামপ্রসাদকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন।এই ভিটেই স্থানীয় মানুষের কাছে, ‘রামপ্রসাদের ভিটে’ নামে আজও পরিচিত।২৬শে জানুয়ারি মন্দিরে মূল অনুষ্ঠান অন্নকূট উৎসব পালিত হয়।এছাড়াও বার্ষিক কালি পুজোর জৌলুসও কম নয়।সারাবছর মনস্কামনা পুরণের জন্য দুরদুরান্ত থেকে অগণিত ভক্তের সমাগম ঘটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =