শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা, এ বছর সে মাধ্যমিক পরীক্ষার্থী। বাবা ও মায়ের সাথে কোলে চেপে পরীক্ষা দিচ্ছে বিগত দুদিনের মতো আজও সে মায়ের কোলে চড়ে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। হাঁটাচলা তো দূরের কথা সেই মাধ্যমিক পরীক্ষার্থী ঠিকমত দাঁড়াতেও পারে না। খুব ছোটবেলা থেকেই সে লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। ১০০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে তার শারীরিক নানান সমস্যা রয়েছে। তার বর্তমান উচ্চতা আড়াই ফুট। শরীরের হাড়ের গঠন বৃদ্ধি হয়নি। মূলত হাড়ে ক্যালসিয়াম না থাকার কারণে শারীরিক নানান সমস্যা রয়েছে। কিন্তু সব সমস্যাই যেন তার কাছে আজ হার মেনে নিয়েছে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিতে যাওয়ার আগে হাসি মুখে সেই মাধ্যমিক পরীক্ষার্থী, “টেনশন থাকলেও, পরীক্ষা দিতে যাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি মনের মধ্যে রয়েছে।” জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীটি নারায়নীতলা ধনেশ্বর শিক্ষা সদনের ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। মা গৃহবধূ। অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার লক্ষ্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − two =