সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা লুঠ করলো সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তাঁর নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তিনি একা ছিলেন। শিল্পীর দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন। দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতিরা। তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির ১০০ মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। ফলে নতুন ধরণের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা।