প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির রেজাল্ট। এবার পাশের হার হল ৯৩.৬ শতাংশ।এই পরীক্ষায় উত্তর ২৪ পরগনার অন্তর্গত কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির রেজাল্টও নজর কেড়েছে সকলের।সাফল্যের দিক থেকে পিছিয়ে নেই কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়।এই স্কুলের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান দখল করেছে বর্তিকা ধর।তার প্রাপ্ত নম্বর ৪৮৩। তার এই সাফল্যে খুশি তার মা-বাবা,পরিবার সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।বর্তিকার বাবা পেশায় রেলকর্মী। বর্তিকা জানিয়েছে,কোনো নির্দিষ্ট সময় বেঁধে পড়াশোনা করেনি সে। তবে যতটুকু সময় সে পড়েছে মন দিয়ে পড়েছে। আর সেটাই এনে দিয়েছে তাকে সাফল্য।ভবিষ্যৎ পরিকল্পনা NEET ক্র্যাক করে চিকিৎসক হতে চায় সে।বর্তিকার অবসর সময় কাটে পিয়ানো বাজিয়ে। তার পাশাপাশি বই পড়তেও ভালোবাসে সে।বর্তমান সময়ের পক্ষ থেকে আগামীর শুভেচ্ছা রইলো বর্তিকাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − one =