পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। সাত দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আগামী ২২ মার্চ তিনি রওনা দেবেন। এই সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র। এদিন দুপুরে তা নবান্নকে জানানো হয়েছে।

লন্ডনে সাত দিনে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =