প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে এবং মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের গাওয়া গান ‘’দোলের এই সমারোহে, ফাগুন দাও দল মাতিয়ে, রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও, রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে’’। দোলযাত্রা এবং হোলি উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর এই গান। সমাজমাধ্যমে সেই গানের ভিডিও পোস্ট করে বাংলার মানুষকে দোল ও হোলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। লিখেছেন, সকলকে আসন্ন আনন্দের দোলযাত্রা ও রঙিন হোলি উৎসবের আগাম শুভেচ্ছা। রঙের এই উৎসবের উদযাপন আনন্দ, ভালবাসায় আরও রঙিন হয়ে উঠুক।