নন্দীগ্রাম দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই আবার কৃষক দিবস। কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সকল কৃষক ভাইবোন ও তাঁদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নন্দীগ্রাম নিয়ে তাঁর বার্তা, ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে সকল শহিদের প্রতি অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। নন্দীগ্রামে সিপিএমের হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারে গণহত্যা ও গণধর্ষণের বিরুদ্ধে ধিক্কার জানাই। নন্দীগ্রাম দিবসে নিহত শহিদদের স্মৃতির উদ্দেশ্যে জানাই অন্তরের গভীর প্রণতি। মাটি বাঁচানোর সেই মরণপণ সংগ্রাম আমরা ভুলিনি, কোনওদিন ভুলব না। নন্দীগ্রাম দিবসে সেই জমি আন্দোলনের সকল বীর শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।