নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চাপ আরও বাড়ল! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, ইতিমধ্যে আদালত কল্যাণময়ের আবেদন গ্রহণও করেছে। শীঘ্রই তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে গোপন জবানবন্দী দেবেন। ইডি সূত্রের খবর, রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তির আবেদন জানিয়েছেন কল্যাণময়।
সূত্রের খবর, পার্থর জামাই কল্যাণময় বেশ কয়েকবছর হল আমেরিকায় থাকেন। জানা যায়, সেখানে টেক্সটাইলের ব্যবসা রয়েছে তাঁর। ইডি-র চার্জশিটে লেখা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়েরপ্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে পার্থ চ্যাটার্জীর জামাই কল্যাণময়ের নাম।