শহরে ফের অগ্নিকাণ্ড। এদিন বেলা ১১টা নাগাদ বাইপাস সংলগ্ন আরুপোতায় একটি গ্যারাজে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ওই এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। ফলে আগুন যাতে কোনও ভাবে ছড়িয়ে না পড়ে সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। সূত্রের খবর স্থানীয় বাসিন্দাদের কথায়, আচমকাই তাঁরা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন। সামনে গিয়ে দেখতে পান,গ্যারাজে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। সেখানে যায় প্রগতি ময়দান থানার পুলিশও। প্রায় মিনিট ১৫-র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরুপোতা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেক্ষেত্রে কোনও ভাবেই যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই দিকে বিশেষ নজর দিয়েছিলেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যারাজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে। সূত্রের খবর ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন নেভার খবরে স্বস্তিতে স্থানীয়রা। কী ভাবে লাগল এই আগুন? তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। উল্লেখ্য, কিছুদিন আগেই শহরের নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। সূত্রের খবর সেই দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়। জানাযাচ্ছে এই ঘটনায় স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা।