ত্রিপুরার বিগত ২৫ বছরের CPIM দলের পাপের ফল ভুগতে হচ্ছে বর্তমান BJP পরিচালিত ত্রিপুরা সরকারকে। শিক্ষা ক্ষেত্রকে বামেরা নিজেদের মতো করে ব্যবহার কিংবা শিক্ষা দপ্তরের গাইড লাইনকে উপেক্ষা করে নিজ দলের কর্মীদের সকল সুযোগ-সুবিধা পাওয়ে দিতে বিগত CPIM সরকার নিজেদের মতো করে অবৈজ্ঞানিক ভাবে শিক্ষা দপ্তরকে দীর্ঘ বছর চালিয়ে যাওয়ার ফলে ঊনকোটি জেলা কৈলাসহর মহকুমায় ছাত্র-ছাত্রীদের অভাবে চারটি সরকারি স্কুল বিগত এক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। এব্যাপারে ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান যে, কৈলাসহর মহকুমার অধীনে থাকা মুরইবাড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়, উত্তর শ্রীরামপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, দশরথ পাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় এবং মুসলিম পল্লী জুনিয়র বেসিক বিদ্যালয় এই চারটি বিদ্যালয়ে বিগত দুই বছর ধরে স্থানীয় ছাত্র-ছাত্রীরা ভর্তি না হবার ফলে স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে। এর ফলে এই চারটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশ্ববর্তী স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার নিজেই একথা জানিয়েছেন। বন্ধ চারটি সরকারি স্কুলের পাকা দালান ঘরগুলো ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে এবং স্কুলের ভালো ভালো আসবাবপত্র গুলো যে যার মতো করে চুরি করে নিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − twelve =