চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ ! ইতিমধ্যেই হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। এই আবহেই মুখোমুখি হতে চলেছে ভারত-বাংলাদেশ। গ্রুপ ‘এ’-র এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৯৮৮ সালে এশিয়া প্রথমবার দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছিল। তারপর থেকে মোট ৪১ বার দুই দল এই ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে।ভারতীয় দল যে এই দুই দেশের লড়াইয়ে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা করে না। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচগুলি ভারতীয় সময় দুপুর আড়াইটেই শুরু।