আজ বসন্ত উৎসবে সকলের সাথে সামিল হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সকাল থেকেই পরপর তিনটি দোল উৎসবের সামিল হয়েছেন কাজল শেখ। প্রথমে বীরভূমের নানুরে দোল উৎসবের সূচনা করেন তিনি। তারপর সেখান থেকে নানুর বিধানসভার বাহিরির দোল উৎসবের সামিল হন। সবশেষে উপস্থিত হন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। সেখানে জাতি ভেদে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে দোল উৎসবে মেতে উঠেন কাজল শেখ।
এদিন কাজল শেখ বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বসন্ত উৎসব হচ্ছে মনের উৎসব। তিনি সকলের কাছে অনুরোধ করেন এটা হচ্ছে রমজান মাস, আর এই রমজান মাসের আজকের এই পবিত্র দিনটাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোন ভাইকে আবির দেবেন না। এছাড়াও তিনি বলেন এই পবিত্র রমজান মাসে আমিও রোজা রেখেছি তা সত্বেও আমি এখানে এসে উপস্থিত হয়েছি। কারণ আজকের এই উৎসবের দিনে কোন হিন্দু সনাতনী ভাইয়েরা যাতে কোন বাধা বিপত্তির সম্মুখীন না হন সেটাই নজর রাখছি। পুলিশ প্রশাসনও সমস্ত দিক থেকে সতর্ক আছেন বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।