ফের মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি দিচ্ছে এক শিশু। যা নিয়ে উৎসাহ জেলা কালেকটরেটে। মূলত বছর কয়েক আগে রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল এই ছোট্ট শিশু। এরপর তাকে হোমে রেখে দীর্ঘ সরকারি আধিকারিকারা খোঁজাখুঁজি করা হয় তার বাবা-মা এবং অভিভাবকের। বহু জায়গায় ছবি দিয়ে আবেদন জানানো হয়। সেটাও কেটেছে তিন বছর। অভিভাবকহীন শিশুটি ছিল হোমে। কিন্তু এবার ইতালি দম্পতির হাত ধরে হালিমা পাড়ি দিল ইতালিতে। কারণ ইতালির রেজিও এমিলিয়াতে বসবাস করেন এই ডাক্তার দম্পতি। একজন অর্থোপেডিক সার্জারি স্পেশালিস্ট । এই দম্পতি দীর্ঘদিনের কোন বাচ্চা হয়নি। ফলে নিঃসন্তান দম্পতি একটি বাচ্চার জন্য অনলাইন পটালেই আবেদন করেন। আর সেই আবেদনের ভিত্তিতে এবার পশ্চিম মেদিনীপুরের হোম থেকেই শিশু চলল ইতালিতে।

একদিকে নিঃসন্তান দম্পতি যেমন সন্তান পেল অন্যদিকে বাবা মা হীন শিশুটি পেতে চলল তার নতুন অভিভাবক। শিশুটির ভবিষ্যতে যদি ডাক্তার হতে চাই তাকে ডাক্তার বানানোর অঙ্গীকার ইতালি দম্পতির। এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কালেক্টরেটে অতিরিক্ত জেলাশাসক কেম্পাহোন্নাইয়ার হাত ধরে ইতালি দম্পতির হাতে তুলে দেওয়া হয় শিশুকে। এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক ছাড়া উপস্থিত হয়েছিলেন জিলা শিশু সুরক্ষা আধিকারিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 1 =