হু হু করে চড়ছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা। বসন্ত উৎসব কাটবে একেবারে উষ্ণ আবহে! এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। যেভাবে দ্রুতগতিতে ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তাপমাত্রা, তাতে ৩৫ বা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের পারদ ছাড়িয়ে পৌঁছে যেতে পারে ৩৮-এ। সেইসঙ্গে চড়া রোদের চোখরাঙানি। দোল এবং হোলিতে দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দোলের দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তার আগের দু’দিনও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-সহ পাঁচ-ছয় জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে আগামীকাল। দক্ষিণবঙ্গের তাপমাত্রা চড়ছে হু হু করে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। দোলের সময় কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =