নিত্যদিনের ট্রেন বিভ্রাট কিছুতেই যেন কাটছে না। রেলের কাজের জন্য কখনও হাওড়া কখনও শিয়ালদহ ডিভিশনে প্রতি উইকেন্ডে ট্রেন বাতিল থাকার খবর যেন চেনা রুটিনের মতো হয়ে দাঁড়িয়েছে। এবার রেলওয়ে ট্রাফিক লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজের জন্য আজ ও আগামী কাল তথা (১৫ – ১৬ ফেব্রুয়ারি), শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-লালগোলা,নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-রানাঘাটসহ প্রচুর ট্রেন বাতিল থাকছে সূত্রের খবর।জানাযাচ্ছে আজ রাত ১০টা ৪৫ মিনিট থেকে আগামী কাল ভোর পৌনে ৬টা পর্যন্ত ডাউন ট্রেন এবং ৮:৪৫ মিনিট পর্যন্ত আপ ট্রেন বন্ধ থাকবে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। দুদিনে এত ট্রেন বাতিলে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা।
শিয়ালদহ ডিভিশনে শুক্রবার রাতে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, একদিকে হালিশহর ও নৈহাটি স্টেশনের মধ্যে পয়েন্টের কাজ চলবে, আর অন্যদিকে কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ হবে সূত্রের খবর। যার ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যাহত হবে এইসব রুটের ট্রেন পরিষেবা। জানাযাচ্ছে শনিবার আপ শিয়ালদহ-বনগাঁ একটি লোকাল চলবে হাবড়া পর্যন্ত। রবিবার এই রুটে চলবে তিনটি লোকাল।আপ ও ডাউন লাইনে কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত যাবে সূত্রের খবর। আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল রানাঘাট পর্যন্ত চলবে।শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর পর্যন্ত যাবে। এর পাশাপাশি শিয়ালদহ-বনগাঁ লোকাল, বারাসত-বনগাঁ লোকালের সময়সূচিতেও দুদিনের জন্য বদল আনা হয়েছে সূত্রের খবর।