সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হল দুজনের, সূত্রের খবর গুরুতর অবস্থায় হাসপাতালে আরও এক। নন্দীগ্রামের ভেকুটিয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দার বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কাজে নামেন বাড়ির মালিক-সহ দুই শ্রমিক, সাহায্য করছিলেন আরও একজন। কাজ চলাকালীন আচমকা বিষাক্ত গ্যাসের প্রভাবে গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। সূত্রের খবর উদ্ধার করার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনেরই। জানা গেছে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির মালিক এবং আরেক সহকারী ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ফিরেছে কলকাতার লেদার কমপ্লেক্সের স্মৃতি। নন্দীগ্রামের এই ঘটনায় ম্যানহোল ক্লিনিংয়ের গাইডলাইন মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।