তীর্থ নগরী চৈতন্য ভূমি নবদ্বীপ এবং মায়াপুরে সারম্বরে পালিত হবে ভগবান শ্রীচৈতন্যের ৫৩৯ তম আবির্ভাব দিবস এবং দোলযাত্রা উৎসব। আর এই দোল উপলক্ষে তীর্থ নগরীর বিভিন্ন মন্দিরে লক্ষ লক্ষ ক্তের সমাগম ঘটেছে। শ্রীচৈতন্য বিজরিত নবদ্বীপ এবং মায়াপুর মিলে ছোট বড় প্রায় আড়াইশো মঠ মন্দিরে ইতিমধ্যেই নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে। আর ভক্ত সমাগম নবদ্বীপে ১৩ ই মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত।
নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আহ্বান জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। এর আগেও এই ধরনের আহ্বান জানানো হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতিক মঞ্চে এক আসন্ন দোলযাত্রা উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন এর মধ্যে দিয়ে এই আহ্বান করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। কিন্তু কেন পরপর তিনদিন নবদ্বীপের মানুষকে আমি বিভাজনের ডাক দিয়েছেন ? এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে এখন শুধু ভক্তদের আনাগোনা চলছে তাই কৃষ্ণানুরাগীরা বছরভর নিরামিষ আহার করে থাকেন। বর্তমানে নবদ্বীপের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে চলছে বিভিন্ন মঠ মন্দিরের পরিক্রমা। আর নবদ্বীপের বিভিন্ন বাজার এমনকি রাস্তার ধারে প্রকাশ্যে মাছ এবং মাংসের দোকান রয়েছে। তাতে স্থানীয় এবং বহিরাগত ভক্তদের অসুবিধা হওয়াটা স্বাভাবিক। উৎসবমুখর নবদ্বীপে রাস্তার পাশে মাছ কিংবা মাংসের দোকান থাকায় অনেকেই ঠিকমতো স্বাচ্ছন্দ বোধ করেন না। এটা কোনও জোর জুলুমের ব্যাপার নয়। নবদ্বীপবাসীর উদ্দেশ্যে এবং বহিরাগত ভক্তদের সুবিধার্থে এই রকম একটি আহ্বান করা হয়েছে নবদ্দীপ আশি এবং স্থানীয় মাছ-মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে। আশা করি পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানাবেন এবং মেনে নেবেন। বলেই জানান।