জামুড়িয়ার চুরুলিয়ার বিভিন্ন স্থানে কয়লা পাচারের সময় কয়লা ভর্তি চারটি ট্রাক, একটি জেসিবি মেশিন,একটি সুইফ্ট গাড়ী এবং তিনটি বাইক সহ ৯ জনকে গ্রেফতার করলো জামুরিয়া থানার পুলিশ ।কয়লা ভর্তি ট্রাকগুলি চুরুলিয়া এলাকা থেকে অন্য কোথাও পাচার হওয়ার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।পুলিশ সুত্রের খবর জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল মন্ডল সাহেবের বিশেষ বিশেষ সুত্রে খবর আসে।রাহুল বাবু বিশাল পুলিশ বাহিনী নিয়ে অতর্কিত হানা দেন। সেই সময় হাতেনাতে ধরা পড়ে যায় কয়লা কারবারীরা।
Home Uncategorized