যুবভারতীতে ৬২ হাজার দর্শকের হিল্লোল।গত কয়েকবছর ডার্বিতে ফাঁকা গ্যালারির যে ছবি ভারতীয় ফুটবল সমর্থকরা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, এবার সেই ছবিতে বদল এসেছে।এবারের ডার্বিতে অনেক কিছুই বদলালেও অপরিবর্তিত ফলাফল। গত ছয় ডার্বির মতো এবারেও শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন সমর্থকরা। হুগো বুমোস এবং মনবীরের পায়ের জাদুতে সপ্তম স্বর্গে পৌঁছে গেল মোহনবাগান। তাতে অবশ্য কিছুটা যোগদান ছিল লাল-হলুদ গোলরক্ষক কমলজিতেরও।

ম্যাচের প্রথমার্ধে খেলা ছিল সমানে সমানে।বলের দখল বেশি রাখলেও সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না।সব মিলিয়ে ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ উপভোগ্য খেলা হচ্ছিল।

গত কয়েকবছরের মতো এবারেও হার মানল ইস্টবেঙ্গল।কমলজিতের বিশ্রী সেই ভুলে সেই যে মোহনবাগান এগিয়ে গেল, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুনকে। মিনিট দশেকের মধ্যেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় তাঁরা। আইএসএলের ডার্বিতে এখনও জয় অধরা থেকেই গেল তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − two =