। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দুটি মোটর ভ্যান ও একটি অটো থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি। উদ্ধার হয়েছে প্রায় ৭০ হাজার পিস চকলেট বোমা,কয়েক হাজার পিস দোদোমা ও কালি পটকা। উদ্ধার হাজার হাজার নিষিদ্ধ আঁতশ বাজি। যার মধ্যে রয়েছে সেল, রকেট, রং মশাল, তুবড়ি, সাপ ভাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =