পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি।নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হল। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হন মানিক ভট্টাচার্য। গতবছর তৃণমূলের তরফে বিধায়কও হন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিককে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এর পরেই CBI ও ED দু’ই কেন্দ্রীয় এজেন্সিই তাঁকে জিজ্ঞাসাবাদ করে।সূত্রে খবর,মানিককে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যাদবপুরে তাঁর দু’টি ফ্ল্যাটে তল্লাশিও চলে। ইডি সূত্রের খবর, মানিকের বাড়িতে উদ্ধার হওয়া সিডি-তে পাওয়া যায় ২৬৯ জন চাকরিপ্রার্থীর নাম ও তথ্য। যাঁদের বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। কেন ওই সিডি বাড়িতে ছিল, তা নিয়ে মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 8 =