ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার সসিপুর গ্রামে ।মৃত মো: সাহারাব মণ্ডলের ছেলে মাসুদুল মণ্ডলের দাবি প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিনের আর তারই প্রতিবাদ করেছিল বাবা তার পরিণতি খুন। পুলিশের কাছে মৃতের ছেলে দাবি করেন দোষীরা উপযুক্ত শাস্তি হোক । মো:সহরব মণ্ডলের দেহ উদ্ধার করে আম ডাঙা থানার পুলিশ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে, ঘটনায় আম ডাঙা থানার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে, দেহ টি কে আজই বারাসাত মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে,ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + twenty =