বৃহস্পতিবার সাত সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলের বারোগাছিয়া এলাকায়।
এদিকে, চাঁচলের বারো গাছিয়া এলাকার ব্যাবসায়ী শামীম আলম গতকাল দোকান বন্ধ করে বাড়ি যান। সকালবেলা দোকানের পাশের এক ব্যাবসায়ী তাকে ফোন মারফত জানান যে তার দোকানে নাকি চুরি হয়েছে। এসে শাটার খুলে দেখেন দোকানের পিছনে সিলিং ফাটানো দোকানের ভিতরে তারপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের সরঞ্জাম। টেবিলে সাজানো ছিল ৩০ থেকে ৩৫ টি দামী মোবাইল সেগুলিও চুরি হয়েছে। ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচোল থানার পুলিশ।
পাশাপাশি মোবাইল দোকানের মালিক শামীম আলম বলেন, দোকানের সিলিং ফাটিয়ে ৩৫ টি দামী মোবাইল সেট ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে। যার বাজার মূল্য তিন লক্ষ টাকা। চুরির ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 12 =