বাসন্তীতে তৃনমূল কর্মী জানে আলম গাজীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত মনিরুল মোল্লাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হলো। গত ২০ আগস্ট বাসন্তীর ভরতগর গ্রাম পঞ্চায়েতের আনন্দবাদ গ্রামে জানে আলম গাজী নামে এক তৃনমূল কর্মীকে প্রকাশ্যে দিবালোকে বুকের মধ্যে বল্লম গেঁথে খুন করার অভিযোগ উঠেছিলো যুব তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত ওই তৃনমূল কর্মীকে যুব তৃনমূল আশ্রিত দুষ্কৃতী মনিরুল মোল্লার বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল।এই খুনের ঘটনায় মোট ৩০জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিলো,এর মধ্যে মূল অভিযুক্ত ছিলো এই মনিরুল মোল্লা।যদিও এই ঘটনার পর গা ঢাকা দিয়েছিল মনিরুল।এই ঘটনার পর এলাকায় তল্লাশি চালিয়ে এর আগে দশজন কে গ্রেফতার করা হয়েছিলো,কিন্তু মনিরুল কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস নিজেই ক্যানিং থানার অন্তর্গত ধলিরবাটি গ্রাম থেকে মনিরুল মোল্লাকে গ্রেফতার করে।ধৃতকে গ্রেফতার করে ক্যানিং থানায় রাখা হয়।আজ অর্থাৎ শুক্রবার ধৃত মনিরুল মোল্লাকে আলিপুর আদালতে তোলা হবে।ধৃতকে ১৪দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 4 =