মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। মাধ্যমিকের ফল প্রকাশের ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। জানালেন হাই সেকেন্ডারি কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে গোটা রাজ্য জুড়ে। তবে ফল ঘোষণা কবে? এ ব্যাপারে বড় তথ্য দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানিয়ে দিলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। পরীক্ষার নম্বর জমা দেওয়ার ব্যাপারটাও অনলাইনেই হয়। গোটাটাই ডিজিট্যাল পদ্ধতিতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে। পাশাপাশি গোটা প্রক্রিয়াটা নির্ভুল হচ্ছে।